তুমি যে বড় দামী আমার কাছে,
তাই গোপনে রেখে দেই মনের কুঠারী তে,
সেখানে আছে তোমার ছবি আর কিছু কথা,
ভয় করে, নিয়ে যায় যদি,
কোনদিন কেউ সেই ছবি,
আমার প্রাণপাখী সে যে,
আঁকড়ে ধরি আবার তারে,
আখিটি বন্ধ করে বলে সে যে,
বলতে পারো কোথায় যাই,
পাশে থাকি দুজনার,বলি তাই
হৃদয় মুক বধির শুনবে না ভাষা,
যা চায় ওরা, দিও না কোন বাধা,
জোয়ার ভাটার মত যেন সমুদ্রসন্সার
হাসিমুখে করবে জয় সকল ব্যাথার,
এইটুকু পাওয়া না পাওয়ার নাম
লুকিয়ে আছে সেই ভালবাসার দাম।
তাই গোপনে রেখে দেই মনের কুঠারী তে,
সেখানে আছে তোমার ছবি আর কিছু কথা,
ভয় করে, নিয়ে যায় যদি,
কোনদিন কেউ সেই ছবি,
আমার প্রাণপাখী সে যে,
আঁকড়ে ধরি আবার তারে,
আখিটি বন্ধ করে বলে সে যে,
বলতে পারো কোথায় যাই,
পাশে থাকি দুজনার,বলি তাই
হৃদয় মুক বধির শুনবে না ভাষা,
যা চায় ওরা, দিও না কোন বাধা,
জোয়ার ভাটার মত যেন সমুদ্রসন্সার
হাসিমুখে করবে জয় সকল ব্যাথার,
এইটুকু পাওয়া না পাওয়ার নাম
লুকিয়ে আছে সেই ভালবাসার দাম।