হিসাবনিকেশের খাতায় সই,
কত কিছু লেখা,
কিন্তু মেলাতে পারি কই,
সব যে মিছে আঁকাজোখা।
কত কিছু লেখা,
কিন্তু মেলাতে পারি কই,
সব যে মিছে আঁকাজোখা।
বইয়ের পাতার মাঝে,
কিছু শব্দ আছে,
কিছু কথা শোনা,
না বলা কিছু ভাষা।
কিছু শব্দ আছে,
কিছু কথা শোনা,
না বলা কিছু ভাষা।
সবটাই প্রায় তোমারই,
আমার টা আছে কই,
এ শুধু কয়েক মুহুরত মাত্র,
তোমায় করি কিছুকাল বিরক্ত।
আমার টা আছে কই,
এ শুধু কয়েক মুহুরত মাত্র,
তোমায় করি কিছুকাল বিরক্ত।
কথাবার্তার মাঝের সময়টুকুতে
ব্যাস্ত যখন তোমার সংসারেতে,
কিছু পুতুল পুতুল খেলতে,
আমি তখন হাতড়ে বেড়াই সময়টাকে।
ব্যাস্ত যখন তোমার সংসারেতে,
কিছু পুতুল পুতুল খেলতে,
আমি তখন হাতড়ে বেড়াই সময়টাকে।
আছে তোমার সবকিছু
তাই পার ভুলিয়ে দিতে যতকিছু,
আমার সম্বল আজ খাতাটুকু,
সময় অসময় আনমনে পৃষ্টা উল্টাই শুধু।
তাই পার ভুলিয়ে দিতে যতকিছু,
আমার সম্বল আজ খাতাটুকু,
সময় অসময় আনমনে পৃষ্টা উল্টাই শুধু।
যতদিন লেখাগুলি রইবে স্পষ্ট,
আনন্দে থাকব,হউক মনে কষ্ট,
লেখাগুলি যেদিনে যাবে মুছে,
করব না বিরক্ত আর পিছে।
আনন্দে থাকব,হউক মনে কষ্ট,
লেখাগুলি যেদিনে যাবে মুছে,
করব না বিরক্ত আর পিছে।