রোশনাইয়ের আলোতে,জৌলুষ ঝলমল করে,কিন্তু অন্তরের মিষ্টতা,সে তো প্রকাশ পায়,সামান্য দীপের আলোতে,
Month: January 2017
খেলা
একদিন খেলার ছলে দেখেছি তোমায়,কয়েক মুহুরত মাত্র, সাথি ছিলেআজ হারিয়ে গেছে হয়ত সেই সময়,কিন্তু তুমি যে মিশে গেছ মোর ধমনিতে। তোমার সৌরজগত ভাব তুমি আলাদা,তোমার সন্সার সাথী বন্ধু সকলআমি যে তোমার জগতে ধুমকেতু,যুগ যুগান্ত ধরে যাই ঘুরে, পোশাক অদল বদল। আমার কাছে ভালবাসা এক বোধশক্তি,তোমার আনন্দ,তোমার ব্যাথার সাক্ষী,যে কটি পল, কাটাই সময় কাছেপিঠে,তোমার দীপশিখার উষ্ণতার… Continue reading খেলা
মেঘের দেশ
এক উড়ে যাওয়া মেঘের দেশেরাজকন্যা এক দেয় হাতছানি,মেঘবরণ ঘন কালো চুল,রবির আলোয় আলোকিত কপোলখানি। সারি সারি বক পাখি যায় পাশে,নীল আকাশ যেন চিরে দুইভাগ,বিরাংগনা মেঘকন্যা অদৃশ্য আড়ালে,লিখে যায় ভবিষ্যতের দাগ।
পিছুটান
এই ব্যাপারটা আমার হয়সবসময়,পাইনা কোন কারন খুঁজেপেতে,তোমায় যখন দিই বিদায়,তুমি যাও চলে মন্দগতিতে,আমি থাকি দারিয়ে ঠায়,তোমার প্রস্থান দেখতে দেখতে,ভীষণ আবেগে বলি মনে,“ফিরে তাকাও না প্রিয়ে”প্রতিবার তুমি দাঁড়াও মুহুরত,গ্রিবা ঘুরিয়ে দেখো ফিরত,সেই এক পলকের দেখা,আমার কাছে মিষ্টি মধুর ব্যাথা।