এই ব্যাপারটা আমার হয়
সবসময়,
পাইনা কোন কারন খুঁজে
পেতে,
তোমায় যখন দিই বিদায়,
তুমি যাও চলে মন্দগতিতে,
আমি থাকি দারিয়ে ঠায়,
তোমার প্রস্থান দেখতে দেখতে,
ভীষণ আবেগে বলি মনে,
“ফিরে তাকাও না প্রিয়ে”
প্রতিবার তুমি দাঁড়াও মুহুরত,
গ্রিবা ঘুরিয়ে দেখো ফিরত,
সেই এক পলকের দেখা,
আমার কাছে মিষ্টি মধুর ব্যাথা।