এক উড়ে যাওয়া মেঘের দেশে
রাজকন্যা এক দেয় হাতছানি,
মেঘবরণ ঘন কালো চুল,
রবির আলোয় আলোকিত কপোলখানি।
সারি সারি বক পাখি যায় পাশে,
নীল আকাশ যেন চিরে দুইভাগ,
বিরাংগনা মেঘকন্যা অদৃশ্য আড়ালে,
লিখে যায় ভবিষ্যতের দাগ।
Your mind is gateway to your soul
এক উড়ে যাওয়া মেঘের দেশে
রাজকন্যা এক দেয় হাতছানি,
মেঘবরণ ঘন কালো চুল,
রবির আলোয় আলোকিত কপোলখানি।
সারি সারি বক পাখি যায় পাশে,
নীল আকাশ যেন চিরে দুইভাগ,
বিরাংগনা মেঘকন্যা অদৃশ্য আড়ালে,
লিখে যায় ভবিষ্যতের দাগ।