নীল আকাশে ভাসে যে ঐ মেঘের সাদা ভেলা তার মাঝেযে উড়ে যে ঐ হাজার বকের মেলা চায় উড়তে মন যে আমার রামধনুর দেশে ঘুরে ঘুরেযেথা শুধুই আছে খুশী মজা, দুঃখ রয় যে দূরে দূরে। খোলা হাওয়ায় মেলে দেব চুল, অসীম অজানায় করব স্নান,রবি কিরনে জ্বলবে নাকের ফুল, ভ্রমর মাঝে গুনগুনিয়ে গান। মনেরমত চাই শুধু যে এক সাথী, … Continue reading উড়ে যেতে চাই
Month: May 2017
কিশোরী মন
গাছের পাতা সবুজ, ঘাসের তৃণ সবুজ,পাথর পান্না সবুজ, কিশোরী মন সবুজ,বাগানে তোমার যা কিছু সামলাও,তোমার মনের মত সতেজ সবুজ।