বেশ হত নয়তো,
যদি যেতাম চলে অচিন পথে,
তুমি আর আমি,
চড়ে সাইকেলে,
বসবে তুমি সামনে আচল উড়িয়ে।
মাথায় থাকবে তোমার
ফুল কনকচাঁপা,
শুনব তোমার কন্ঠে
কয়েক টা মিষ্টি কথা।
চার দেয়াল ঘুরে ফিরে চায়,
একদিন হয়ত আসবে সে,
এক গুচ্ছ হাসি নিয়ে দাঁড়ায়,
প্রজাপতির মত পাখা মেলে।
বলবে সে হেসে একমুঠি,
কি করছেন?
যাবেন নাকি?
বল তো কি উত্তর দিই?