অনেকদিন পরে এলে যেন এক পশলা বৃষ্টি,
পড়ল দুই এক ফোটা মনের ভিতর মিষ্টি,
কই বললে না তো আছ কেমন?
অবশ্য তা হলেও বলতাম আছি একরকম।
কাজল কালো আখি টিপ সরু কপালে,
মুখে টেপা মৃদু হাসি প্রথম রশ্মি সকালে।
নিজের বলে তো নেই কিছু ছুঁয়েছিল একদিন মন তিয়াশে
রোজ তারে পূজি অহর্নিশ, মনমন্দিরে রাখি মোর পিয়ারে।
Like this:
Like Loading...