ভোর বেলা আমার ভাংগা ঘরের ব্যালকনিতে,উড়ে পড়ে রোজ সকালে ,এক চিলতে রোদ সোনালি,ভেজা কিন্তু বেশ খেয়ালী, কিচিরমিচির কিছু কথা,কেটে যায় রাতের অলসতা,কোন সময় হয় দেরী,ঘড়ি দেখে বসে থাকি,আজ যে তবে বিশেষ দিন, তার মুকুটমনির জন্মদিন।। Share this:TwitterFacebookLike this:Like Loading... By gautammridha Wish to post smiles miles away View all of gautammridha's posts.