আশা

এই বিশাল দুনিয়াতে,
আমরা সবাই
কোন না কোন আশার পিছনে
শুধু ছুটে বেড়াই,
আশার আলো যতক্ষন
ধীমি জ্বলতে থাকে,
জীবনেরেলের চাকা তেমন
চরকির মত ঘুরতে থাকে,
কখনো আশা যায় মুছে,
প্রকাশে নিরাশা,
নিরাশার ছাই ধুয়ে দেয়,
একটুকু ভালবাসা,
জন্ম নেয় আবার করে
এক নুতন আশা,
জীবনে প্রতিদিন সকালে
তাই দেখা দেয় আশা,
মধ্যাহ্নে তীব্র আলোয় আশা হয় দুরাশা,
রাতের অন্ধকারে পরিনত হয়,
কালো নিরাশায়,
আশা দুরাশার আর নিরাশায়,
চলতে থাকে কাহিনী ভালবাসা।

তোমরা ব্যাস্ত দুইবেলা,
দিনে কাজ,রাতে ঘুমিয়ে,
আমার শুধু একবেলা,
দিন খানি,তুমি থাক যে।
চঞ্চল মন,শুনতে ইচ্ছে
কিচিরমিচির পাখীর ডাক,,
সারা দিন, জানালা খুলে,
যদি কখনো আসে এক বার।

By gautammridha

Wish to post smiles miles away

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.