সব কিছু ছেড়ে দূরে যাব চলে ?
জ্ঞানের ভান্ডার খুজে পেয়েছি প্রিয়,
কি করে তাই যাব আমি ভুলে,
সেমি কোলনের মত দাড় করিয়ে দিও।
বাকি জীবনটা বেশ চলবে,
সন্সারে গদ্যর সাথে
কিছুটা পদ্য না হয় নিলে,
পড়ে ফেলে দিতে।
পড় শেষ লাইনটা,
খুজে পাও আমার মন,
একাকিত্তের কাতরতা,
আচ্ছন্ন করে জীবন।
মাঝেমধ্যে হয় চেষ্টা ,
প্রথম লাইন কবিতার,
আবেগে যে উপছে পড়ে,
সাহস কি তাকে বাঁধিবার।