ভাল লাগে আমার
বাজার করতে,
মুকুন্দপুরের সেই বাজার,
ছোট ছোট দোকানে,
সাজিয়ে রাখা আনাজ,
মসৃণ বেগুন আলু পেয়াজ,
জ্বলছে টিম টিম করে,
তবে কেরোসিন নয়কো,
সতেজ আলো ইলেক্ট্রিকের।
দড়াদড়ি আছে এখনো,
মিষ্টিসুরে,ধিমি বায়না,
তবে হা,পেলাম চা
মাটির খুড়িতে একটাকা।
মিষ্টিসুরে,ধিমি বায়না,
তবে হা,পেলাম চা
মাটির খুড়িতে একটাকা।
সারি সারি দোকান পাট,
হাড়ি কলসি জামা শাড়ি,
নতুন বিক্রি,পুরানো খাট,
খরিদ্দার সবাই যায়,
লুঙ্গী গেঞ্জি, টি শার্ট জিন্স,
জুতা চটী খরম পায়
ডুরেশাড়ি ,স্কারট পড়া teenস।
হাড়ি কলসি জামা শাড়ি,
নতুন বিক্রি,পুরানো খাট,
খরিদ্দার সবাই যায়,
লুঙ্গী গেঞ্জি, টি শার্ট জিন্স,
জুতা চটী খরম পায়
ডুরেশাড়ি ,স্কারট পড়া teenস।
নিরীহ নিলিপ্ত মানুশ অগুন্তি,
খুজে বেড়ায় খুশী আপন জীবনে,
পরিবর্তনের জোয়ারে আশা করে শান্তি
কনক্রিট জন্মায় গতকালের ধানের ক্ষেতে।
খুজে বেড়ায় খুশী আপন জীবনে,
পরিবর্তনের জোয়ারে আশা করে শান্তি
কনক্রিট জন্মায় গতকালের ধানের ক্ষেতে।
মানুশ কিন্ত আছে একই,
বাসে ভীড়,রাস্তা লোকারণ্য,
কলকাতা মহানগরী,
সত্যজিতের জনঅরন্য।।
বাসে ভীড়,রাস্তা লোকারণ্য,
কলকাতা মহানগরী,
সত্যজিতের জনঅরন্য।।