বেশ কাটালে দিন কয়েক,
একঘেয়ে জীবন খানেক,
তবুও তাতে আছে আনন্দ,
জীবনটা সাজিয়ে রাখা,
নিজে করার কিছু পছন্দ,
যেন সদ্য আকা আলপনা।
আমি দেখি দূর থেকে,
তুমি দাড়িয়ে আড়শী হাতে,
দৃষ্টি কিন্তু বহু দূরে,
হাতছানি দিয়ে কে যেন ডাকছে।
Your mind is gateway to your soul
বেশ কাটালে দিন কয়েক,
একঘেয়ে জীবন খানেক,
তবুও তাতে আছে আনন্দ,
জীবনটা সাজিয়ে রাখা,
নিজে করার কিছু পছন্দ,
যেন সদ্য আকা আলপনা।
আমি দেখি দূর থেকে,
তুমি দাড়িয়ে আড়শী হাতে,
দৃষ্টি কিন্তু বহু দূরে,
হাতছানি দিয়ে কে যেন ডাকছে।