দৃষ্টি চলিয়া যায় দূরে বহুদূরে
খোলা জানালার বাহিরে,
গাছের পাতায় অশান্ত
বৃষ্টির ফোটাগুলি পড়িল নজরে,
মনগ্লানি যত
শ্রাবনের প্লাবনে ধুইয়া যায়,
এক নুতন কোন মিলনের প্রতিক্ষায়।
বরষনের তালে কেকা
পেখম নাচায় তিরিতিরি,
মধুর অভিসারে আসিবে
যে তার প্রিয়া আজ ফিরি,
সহসা বিদ্যুৎ চমকিয়া
ফিরায় সম্বিত,
যেন মোর প্রিয়ার নুপুর
পশিল কানে চকিত।
আমি যে মলহার,
মেঘমলহার,
আকাশের বাদল
প্রিয়ার পাশে ঘুরনীর মত
মিলনের প্রতিক্ষায় বয়ে যায় দিনক্ষন,
একদিন শ্রাবনের মত বরষন,
পৃথিবী হয় শীতল,ভূমিতল পরিস্কার,
জন্ম এক নুতন আশার।