তোমার ভাষায় একাকিত্ত,
পরনের বসন শুধু,
একা সবাই এই পৃথিবীতে
পরিবর্তন হয় শুধু মনচিত্ত,
ক্ষনকালের ভাবনা কিছু।
জীবন নদির খেয়াতে বসে,
আমরা চালাই আপন খেয়া,
জলের স্রোতে চলে ভেসে,
কাটিয়ে দিই সারাটি বেলা।
কখন কখনো ওঠে যাত্রি,
একটা দুটি হয় কথা,
সাথী কয়েক দিন রাত্রি,
তার আগে পরে সেই একা।
নুতন করে কিছু ভাবা,
নুতন বস্ত্র পরিধান অনেক টা,
জন্ম দেয় এক নুতন আশা,
এক দিশাহারার নুতন দিশা।
তরী আমার আজ খালি খালি,
সকাল সন্ধ্যা বাধা রয় ঘাটে,
সারাদিন বসে শুধুই ভাবি,
খেয়া পারি করতে আসবে কবে।
একাকিত্ত আমার যেন কালো সাদা,
ধুসর বেশিরভাগটা কলমের আচড়ে,
ভয় হয় আবার হয় যদি ময়লা,
কারোর রংগ ফিরে ঘোলাটে।
থাক বাধা আমার নৌকা,
শক্ত দড়ি দিয়ে ঘাটের সাথে,
উত্তাল হাওয়ার করি অপেক্ষা,
নিয়ে যাবে যখন অতল সাগরে।