ছোটো ছেলেটি সাগরতীরে ছিল অনেকক্ষন,
বয়স তার হবে ছয় কিংবা সাত,
নিশ্চুপ দাড়িয়ে,
ঢেউগুলি খেলায় মত্ত তখন,
তাকিয়ে ছিল অস্তাচলের দিকে অবাক।
ফেনাগুলি যেন বার বার এসে ফিরে,
ধুইয়ে ছোটো ছোটো দুই কমল চরন,
কোন এক অজানা শক্তি আছে ঘিরে,
শিশুটির সমস্ত অবয়ব করে আভরণ।
কৌতুহলি আমি গিয়ে উপস্থিত তার পাশে,
চাপা স্বরে শুনি আনমনা শিশুর কিছু কথা,
“যতই পা ধর আমার, করব না ক্ষমা তোমাকে,
ফিরিয়ে দিতে হবে তোমায়,
আমার বাবা মা।”