সুপ্ত ইচ্ছেগুলি বাক্সবন্দী রেখেছি,সবই সামান্যই সাধারন,অপূর্ণ রইবে জানি,পার্সেল করে পাঠিয়ে দিলাম,ঠিকানাটা তোমার লিখেছি। ভালোলাগাটা একটু অন্যরকম জেনেছি,তোমার থেকে, নতুন করে দেখা,অন্য মনোভাব দিয়ে,একা নয় একসাথে বসা,নীরবে হাতখানি ছুয়ে। ভাল লাগে বেশ গুনতে,রাতের কালো আকাশে মিটমিটে তারা,সমুদ্র তীরে ঢেঊগুলি পড়ে আছড়ে,শীতকালে স্লো মোশনে পড়া পাতা। বাক্স পেলে রেখ মনের আলমারি,লাগবে তোমার কখনো বৃষ্টি পরা সন্ধ্যায়,খুলে দেখ… Continue reading সুপ্ত ইচ্ছেগুলি
Month: January 2020
কোথায় পাব তারে
খুজে বেড়াই তারে আমি আমার মনের মানুষ সে যে, শহর গায়ের পথে পথে কলাবাগানের পুকুর ঘাটে, শিউলি যুইয়ের নুয়ে থাকা লতানে পাতার মাঝে, জোতস্না রাতে মৌ ফুলের ম ম গন্ধের সুবাসে, খুজে বেড়াই তারে নদীর নোনা বালির চড়ায়, যেথায় শীর্ণকায় জলধারা আপন মনে ধায়, ফরিং নাচে তিরিতিরি ধানের শিষের মাথায়, ঠিং ঠিংগে বকগুলি গরুর পিঠে… Continue reading কোথায় পাব তারে
মন আমার
আমি যদি না হতেম আমি, উড়তাম বেলুন দোলায় আকাশে, মেঘের সাথে খেলতাম লুকোচুরি, কথা আমার ভেসে আসত বাতাসে। আমার যদি না থাকত ঘর বাড়ি, হতাম কোন বইয়ের মলাটে লেখা, দেরাজে গুছিয়ে রাখা বই সারি, দেখতাম তার সন্সার পুতুল খেলা। মনটা আমার কখনো কাছে থাকেনা, পালিয়ে বেড়ায় খোলা মাঠের ঘাসেতে, আসবে কেউ সারাদিন করে অপেক্ষা, দিনশেষে… Continue reading মন আমার