রাস্তায় দাড়িয়ে ফল কিনছিল,দুইহাতে ঢাউস আকারে দুটি ব্যাগ,পাশে ছিপছিপে একজন দাড়িয়েছিল,তার কোলে বোধহয় ওদেরই এক ট্যাগ। সেদিন দেখা হল বুলির সাথে,আরে ওই মেয়েটা শ্যামলা রং,আমাদের ফ্ল্যটে থাকতে উপরে,গড়ন্ত গায়ে ছিল বেশ ঢং। স্কুলে যাওয়ার সময় তাকাতো টেরিয়ে,একটু দাড়াত হয়তো বোধহয়,ঘার টা ঘুরিয়ে বেণি দুলিয়ে,কিছু যেন দেখত আমায় বোধহয়। শুনতাম ওর পড়ার ধূম ঠিক সন্ধ্যাবেলায়ইতিহাস ভূগোল… Continue reading অন্তমিল
Month: June 2020
না বলা কথা
নানা কথার ভীরে আসল কথাটি,লুকিয়ে রয় মনের মাঝে,অনুভবের সাথে খেলে তারা লুকোচুরি,সময় ফুরিয়ে যাবার পরে। পুঞ্জীভূত কথা ভেসে বেড়ায় আমনে সামনে,যখন থাকি বসে নিরজনে একেলা,মনে হয় শুনি কিছু জবাব কখনো,এই যে আমার দিন রাতের খেলা। স্মৃতি টুকুই আমার যে সম্বল,মেঘলা দিনে পৃষ্ঠাগুলি খুলে খুলে দেখি,ছবিখানি এখনো আছে উজ্জ্বল,ভাবনাগুলি মনেই রেখে রাখি।