সারাদিন পরে এই আমার সময়টা
যখন দিনশেষের বাজে ঘড়ির ঘন্টা,
ক্লান্ত দেহর উপর এলিয়ে পরে তার ছায়া,
আকাশ পরদায় জ্বলে হাজার দিয়া,
সময়টা বড়ই মধুর আমার কাছে,
কয়েক মুহূর্ত শুধু তুমি থাক পাশে,
জানিয়ে যাও আবার সকাল হবে,
দিনের চেয়ে রাত সুখের রবে,
তোমার মুখ চেয়ে তাই শুতে চলি
যদি তুমি আস ফিরে হয়ে সপনের পরী,
ঘুম পাড়িয়ে নিঃশব্দে সরে চল যাও কখন,
“ভালবাসি বলে” কপালে মিঠি একে দাও যখন।