লাল গোলাপের আত্ম কাহিনী

Rose-for-dessert

জংগলে ছিল এক গোলাপ সাদা,
কচি মনে জানিয়ে দিল ভালবাসা,
এক সবুজ টিয়া, মনে ধরল তার,
আমি যখন হব লাল,পরবি আমায় হার?
সবুজ টিয়ার অবুঝ মন,
গোলাপের সাথে চায় কথোপকথন।

দিল হৃদয় টা ছিরে দুই ভাগে,
সাদা গোলাপ কে রাংগিয়ে দিয়ে,
গোলাপ তো হল লাল রাংগা,
কিন্তু নেই তো সেই সবুজ টিয়া,

তাই তো গোলাপ হয় লাল,
নিজের জন্য না রইল কোন আশা,
ধীরে ধীরে পাপড়ি পরে ঝরে,
ভালবাসার প্রতিক হয়ে রইল তার দিশা

Published
Categorized as Mindspeak

By gautammridha

Wish to post smiles miles away

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.