দোকান টা

আমার দোকান টা গরিয়াহাটের মোড়ের কাছে, পুরানো দোকান ফুটপাথের উপর, ওই বড় শাড়ির দোকানটার সামনে, দোকানে আমার ছোটোদের জামাকাপড় থাকে। বাড়ি আমার অনেক দূরে, আসি যাই ট্রেনে করে, সকালে হই বাহির যখন সকাল আটটা, ফিরি সেই গিয়ে তখন বাজে রাত দশটা। রোজ সকালে খুলি যখন ঝাপি, তমাল ভাই খোলে দোকানের তালা, বাক্স থেকে খুলে সাজাই… Continue reading দোকান টা

তুমি আছ আমি জানি

অনেক ভীড়ের মাঝে, তুমি আছ আমি জানি, কাছে নয় হয়তো, দূরে আছ জানি। কথা বলার মাঝে, তোমার সাথে বলি কথা মনে মনে, তুমি শুনবে বলে, আমি জানি। তুমি আছ, এখানে নয় সেখানে, তবু মধ্যে মনে হয়, আছ তুমি এখানে, দূরে আছে তবুও,আমি জানি। হয়ত আমি পারি না ভালবাসতে, অন্যর মত, তবুও মনের মাঝে তুমি আছ,… Continue reading তুমি আছ আমি জানি

সকালের আভা

একটু না হয় বসতে, কত কাজের ফাকে, উঠেছ তো সেই সকালে, ফুরসত নেই একটু হাতে। জানি বসবে তুমি চা নিয়ে, বিছানাটা ঝেড়ে ঘর গুছিয়ে, তাও যদি সময় থাকে, ঝাড়ন দিয়ে ধুলো সরিয়ে। এমনিতেই সব পরিস্কার, তবুও, গতদিনের ক্লান্ত টেবিল চেয়ার, তোমার মন টাও তো ভাল, ভাব, মুছে রাখা তাদের দরকার। আচ্ছা, কখন বসবে একটু, খেলতে… Continue reading সকালের আভা

my dream

আমার স্বপ্নগুলি, সমস্ত সুন্দর কিন্তু বেদনাদায়ক, কিছু লেপা জোতস্না দিয়ে শান্ত, কিছু সহস্রসলিলার মত চঞ্চল, স্মৃতিপট থেকে খুলে খুলে দেখায়, বিশ্বাসঘাতকের মত।

Published
Categorized as dream