শেষ ইচ্ছে

আসা যাওয়া পথের ধারে,
আমার কুটির খানি,
উঠোনখানিতে বেঞ্চিপাতা
টেবিল দুটি খালি,
পথিক আসে, কেউ যায় কেউ দাঁড়ায়,
আমি বসে থাকি উনুন জ্বালায়,
চলার পথে কেউ বা যদি আসে,
এক কাপ চা দিতাম তাকে,
ক্ষনিকের ত্বরে শুনতাম কথা,
জীবনের সুখ মেটাতে কিছু ব্যাথা।

আপন তরীতে ব্যাস্ত সবাই,
মন খুলে কথাবলার সময়ও নাই,
তারই মাঝে একজন আছে,
দূরেই থেকেও সে যে কাছে থাকে,
মিষ্টি কথায় মন ভরিয়ে দেয়,
আপন করে জীবন রাংগিয়ে দেয়,
ইচ্ছে মোর নিয়ে যাই তারে উত্তরমেরু
একসাথে বসে দেখব দুজনে সবুজ মেরুন রামধনু,
চা এর কাপে চুমুক দেব,
নিঃশব্দ ধ্বনি শুধু শুনব,
মিটমিটে তারাগুলি হাসবে যখন
একসাথে গুনব তাদের তখন
দেখব শুধু আধারে আলো,
এই জীবনের সবশেষ ভালো।

By gautammridha

Wish to post smiles miles away

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.