বকুল ফুল

আমি যেন এক গাছ বকুল ফুল, রাস্তার পাশে আছি ঠায়ে এক পায় দাঁড়িয়ে, সাদাকমলা ভালবাসা গোজা কানের দুল, ইচ্ছে করে কেউ আচল ফেলে নিতে কুড়িয়ে। একদিন এলে অনেক দিন পরে তুমি, এক দমকা হাওয়া দক্ষিনের দুয়ার পারিয়ে, জমা করা পুঞ্জিভূত যা ছিল অনুভূতি, এক ঝাক প্রজাপতির মত দিলাম ঢেলে ঝুলিতে। বড় লাগে ভাল, যখন দেখি… Continue reading বকুল ফুল

বিনি সুতোয় আকা

জীবনটা যেন এক ঘটনাতোইরী করা এক বিশাল  চাদর,হয় জন্ম যখন,না থাকে এক সুতো কাপড়।মা বাবা দিল প্রথম সুতো দান,ভাই বোন আত্মীয় সজন গাইল মোর  জয় গান,এলো বন্ধু বান্ধব শিক্ষক সখা,বাড়তে লাগল থাকে শরীর ঢাকা।চড়তে থাকে  জীবনের যত ছবি,হই বড় যতই  ছবি নতুন আকি,মনের ভিতর এই album,আমার কাছে একমাত্র “hope”, যার ভরসায় আছে আগামীকালঘুম থেকে দেখতে… Continue reading বিনি সুতোয় আকা

নেশা

শুনতে পাও কখনো কি  করুন ডাকে পানকৌড়ি,উড়ছিল খালের উপরে,খিদে মেটাবে মাছ ধরে। দিল দেখা এক রঙিন ঘুড়ি,আকাশ বাতাসে চঞ্চল উড়ি,নুতন আবেগে সোহাগে আদরে,ঘুরির পিছনে পিনাকী উড়ে। পানকৌড়ি  আর কাদে না,করুন সুরে ডাকে না,উড়ে বেরানোর নেশায় মেতেছে,বাধন গন্ডি  ছিড়ে ফেলেছে।

unexplored

To me, You are a world unexplored, every moment I see a new light, a new begining, and there are lot’s to learn more. you carry the mystery as in the universe, reveal a little here and there, I know you, or may not. What I see in those dark blue eyes, An intelligent shy… Continue reading unexplored