জোয়ার

অবাক লাগে,ব্যাপারটা সামান্য,তোমার কাছে হয়ত,আমার কাছে প্রতিবার অনন্য,হাসবে তুমি বলতো। ঘুরি ফিরি সারাবেলা কল্পনার জগতে,নিজের সাথে কথা বলা,হয়ে যাই ক্লান্ত শেষে,বুঝতে পারি সেই ভাটার টান,অনেকক্ষন যে স্বর শুনিনিতার এইটুকু  সময়ের দান,চাতকের মত চাহিয়া রহি। ভাটার মুহুরতে কাদামাটিতেআসে যে এক জোয়ার ভরাএকটুকু বারতা একটু কথাতেমনে হয় আমি যে নই একেলা। জোয়ার ভাটার এই খেলায়দোলে যে আমার… Continue reading জোয়ার