স্লেট

তোমার আমার পরিচয়, বহুযুগ ধরে, তুমি মানো বা না মানো এই চিন্তাধারা চলেছে। তুমি যখন বই পড়, উপুর হয়ে চোখে চশমা, বইয়ের পাতার লাইন ধরে, একটার পরে একটা অক্ষর, পড়ে যাও সময় করে, আমি তোমার মনের ভিতর, কালো স্লেট, লিখে যাও অক্ষর গুলি, তৌরী হয় শব্দ, তারপরে তার অর্থ বোঝ তুমি। আমি দেখি তুমি হাস,… Continue reading স্লেট

শেষ পাতাটি

পাছে তোমায় ফেলি ছুয়ে, তাইতো সদা দূরে থাকি, ভুলে কিছু দিলে প্রিয়ে, আপন করে তুলে রাখি। তোমার বাগানে আছে সাজানো, গোলাপ, বেলি, জুই, দোপাটি, তারই মাঝে এসেছি কখনো, আমি এক অজানা আগাছাটি। দেখি তোমায় রোজ সকালে, স্নানটি করে শুভ্র বসনে, এসে দাঁড়াও গোলাপের সামনে, ভালবাসাটি দাও উজাড় করে। আপন মনে গুনগুনিয়ে কাকনের তালের বোলে, মন… Continue reading শেষ পাতাটি