ফিরিবার তরে

উতলা হয়েছে মন ফিরিবার তরে, পুকুরপাড়ে প্রতিবিম্ব মন নাহি ভরে।বট গাছের পাতাগুলিতিরি তিরি নড়ে,মনে হয় দেখি যেন তব আখির পল্লবকাপে থরে থরে। জলের উপর করে খেলা  সাদা বক পাখী,দেখি যেন কপালের চন্দ্রমাদেয় মৃদুমন্দ হাসি। প্রতিক্ষারত আমিআমার মন আমার প্রান,শুনিতে ফিরিয়া,জীবনের মিলন গান।

জানার ইচ্ছে

বয়সটা মোর তিনকুড়ি গেছে ছাপিয়ে,তবুও ভালবাসিভোরের শুভ্র আকাশকে,এখনো ইচ্ছে জানার সকল অজানারে,তাই তোউড়তে চাই  স্বচ্ছ বাতাসে।

অরঘ মালাখানি

প্রভাতে ভৌরবীর সাথে গাথি শিউলির মালা,সজত্নে সাজাই তারে অন্তরের গভীর গোপনে,সন্ধ্যারাগের বাশীর সুরে শিউলি হয় হাস্নুহানা,রাতের পুরবীর ডাকে সকালে শিউলির মত  ঝরে।

the last few steps

For many many decades basking in my den, sleeping with arrogance stoning my heart to death. A new dawn arrived in the lull, it had it’s own colour and hue, vibrant laughter linger in the wall, delicate like a drop of morning dew. I saw the night and the stars, through those pair of eyes,… Continue reading the last few steps

আমার ঘর

মেঘকরা বাদলের সাথে আমি করি ঘর,হাসে গায়ে সে আমার হাসি কান্নার সাথে,তবুও মাঝে মাঝে ভাবে আমি নাকি পর,তাই মুখ লুকায় সাদা মেঘের পিছে,সিক্ত করে তার আপন আচল খানি,অজানা আতনকে সঘনে অশ্রু ঝরায়,ভাসিয়া  ডাগর কাজলা আখিখানি,ফিরে খুশীর মরসুমে শিউলি ফুল ছড়ায়।