আমরা কিছুজন,
রেললাইন কয়েক যোজন,
রোদ বৃষ্টি বরফে,
নাড়িবার জো নাই রে।
কতকিছু যায় চলে,
বুকের উপরে খরখরিয়ে,
পাথরের উপর চুপচাপ,
কথা বললে বড় পাপ।
সাথী আমার যায় সমান্তরাল,
বয়ে যায় জীবন অনন্তকাল,
তবু এক সান্তনা আছে
রেললাইন কয়েক যোজন,
রোদ বৃষ্টি বরফে,
নাড়িবার জো নাই রে।
কতকিছু যায় চলে,
বুকের উপরে খরখরিয়ে,
পাথরের উপর চুপচাপ,
কথা বললে বড় পাপ।
সাথী আমার যায় সমান্তরাল,
বয়ে যায় জীবন অনন্তকাল,
তবু এক সান্তনা আছে
শেষ হব তবে একসাথে।